বিএনপি কোন ভাবেই আওয়ামী লীগকে আর পুনর্বাসিত হতে দেবে না: পুতুল

নাটোর অফিস।।
বিএনপির মানবাধিকার, স্পেশাল এসিস্ট্যান্ট টু দ্যা চেয়ারপার্সন ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজার কমিটি, মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট ফারজানা শারমিন পুতুল বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে সরকারকে আমরা স্বাগত জানায়। যারা জনগনের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করবে তারা কোন দিনই আর বাংলাদেশের মাটিতে মাথা তুলে দাঁড়াতে পারবে না তার দৃষ্টান্ত উদাহর হয়ে থাকবে এটি। বাংলাদেশের জনগন ও বিএনপি কোন ভাবেই আওয়ামী লীগকে আর পুনর্বাসিত হতে দেবে না।
রোববার (১১ মে) সন্ধ্যায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লালপুর উপজেলা যুবদলের আয়োজনে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসকল কথা বলেন।
বিএনপির কেন্দ্রী নেত্রী এ্যাড. ফারজানা শারমিন পুতুল আরো বলেন, তবে আওয়ামী লীগের কার্যক্রম এই ভাবে নিষিদ্ধ করে তা সম্ভব হবে কি না। তারা অন্য জায়গা দিয়ে মাথা চাড়া দিয়ে উঠবে কি না। এই ভাবে সংগঠনটাকে নিষিদ্ধ করে দিয়ে করা যাবে কি না তা সময় বলে দিবে। বিএনপি এখন জনগনকে সঙ্গে নিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করা জন্য রাজনীতি করছে। শুধু আওয়া লীগ না কেউ যেনো আর ফ্যাসিজ্যাম তৈরী করতে না পারে তার জন্য বিএনপি কাজ করছে।
এসময় লালপুর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা বিএনপির লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, লালপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু প্রমুখ।
এসময় বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *