নাটোর অফিস।।
নাটোরের লালপুরে অনুমতি ছাড়া মাটি কাটার অপরাধে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার বিলমাড়িয়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজিজুল কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজিজুল কবির জানান, অনুমতি ছাড়া ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কারা অপরাধে বিলমাড়িয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।