নাটোর অফিস।।
নাটোরের সিংড়ায় এন.এস.আই এর তথ্যের ভিত্তিতে নকল বোর্ড বই তৈরির কারখানায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। বুধবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের নলবাতা গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ জেনারেল ও মাদ্রাসা বোর্ডের বই জব্দ করে কারখানাটি সিলগালা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার।
সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা এন.এস.আই এর তথ্যের ভিত্তিতে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের নলবাতা বাজারের ক্ষণিকালয় নামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নকল বোর্ড বই ও বই কৈারখানার সন্ধান পাওয়া যায়। এসময় সেখান থেকে নকল জেনারেল ও মাদ্রাসা বোর্ডের বইগুলো জব্দ করা হয়েছে। কারখানাটির কোন বৈধ কাগজপত্র নেই এবং মালিক পলাতক থাকায় কাউকেও গ্রেফতার করা সম্ভব হয়নি। নকল বই তৈরির কারখানাটি সিলগালা করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।