
নাটোরের বড়হরিশপুর কেন্দ্রীয় মহাশ্মশানে চুরি ও তরুন দাস নামে একজনকে হত্যা কান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় সবুজ হোসেন (২৪) নামে এক যুবককে চট্রগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে চট্রগ্রাম থেকে গ্রেফতারের পর আজ শুক্রবার দুপুরে নাটোর মহাশ্মশানে সাংবাদিকদের সামনে তাকে উপস্থিত করে হত্যাকান্ড রহস্য উদঘাটনের দাবী জানান পুলিশ সুপার মারুফাত হুসাইন। গ্রেফতারকৃত সবুজ হোসেন শহরের বড়হরিশপুর এলাকার রমজান আলীর ছেলে।
পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান,গত ২১ ডিসেম্বর সকালে নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানের মন্দির,ভান্ডার ঘর,ভোগ ঘরের তালা ভেঙ্গে চুরি ও ভোগ ঘরের বারান্দায় হাত পা বাধা তরুন দাসের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত তরুন দাসের ছেলে তপু দাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। 



