
বৃহষ্পতিবার বেলা ১২টায় আট হাজার মোটরসাইকেলে দলীয় নেতা-কর্মী-সমর্থকদের নিয়ে শহরের কান্দিভিটুয়াস্থ কাচারী মাঠ হতে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি শহরের হরিশপুর ও বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস অতিক্রম করে স্টেশন বাজার হয়ে একই স্থানে ফিরে আসে।
শোভাযাত্রায় অংশ নেন জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দীলিপ বুমার দাস, উপ-দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম, বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সাজেদুল ইসলাম, চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি শরিফুল ইসলাম, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমসহ নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।



