
মঙ্গলবার সকালে শহরের আলাইপুরস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আশপাসের এলাকা প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ হয়।
জেলা, উপজেলা, পৌর কমিটিসহ দলের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের ব্যানারে কর্মসূচিটি পালিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, জর্জ কোর্টের সাবেক পিপি রুহুল আমিন তালুকদার টগর, থানা বিএনপির সহ সভাপতি রফিক মাস্টার, জেলা বিএনপির সহ-সভাপতি খবির উদ্দিন শাহ, বিএনপি নেতা হাসান আলি, নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ, আবুল হাসেম গেদু, হাবিবুল ইসলাম আকন্দ প্রমুখ।



