নাটোরে কালেক্টরেট সহকারী সমিতির ৪র্থ দিনের কর্মবিরতি

নাটোর অফিস॥
জনপ্রশাসন মন্ত্রনালয় হতে প্রস্তাবিত পদনাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরনের দাবীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির পূর্ণ দিবস কর্মবিরতি নাটোরে ৪র্থ দিনের মত চলছে। আজ রবিবার সকাল ৯ টার দিকে সকল কর্মচারীবৃন্দ তাদের হাজিরা খাতায় স্বাক্ষর করে কালেক্টরেট ভবনের সামনের বারান্দায় এই কর্মবিরতি পালন শুরু করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), নাটোর জেলা শাখা’র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম পারভেজ, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জআমান, দপ্তর সম্পাদক সোহলে রানাসহ কর্মচারীবৃন্দ। জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ের মাঠ পর্যায়ের কর্মচারীরা এই কর্মবিরতি পালন করছেন। কর্মবিরতি পালনকালে মাননীয় প্রধান মন্ত্রী কতৃক ২৪-০১-২০২১ তারিখের অনুমোদন এবং জনপ্রশাসন মন্ত্রনালয় হতে প্রস্তাবিত পদনাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করার দাবী জানান তারা ।
উল্লেখ্য দাবী আদায়ের লক্ষ্যে ১ মার্চ থেকে শুরু হওয়া কর্মবিরতি আগামী ২৪ মার্চ পর্যন্ত সাপ্তাহিক ও ছুটির দিন ব্যাতিত প্রতিদিন সকাল ৯ টায় হাজিরা খাতায় সাক্ষর করে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। এতে করে সেবা গ্রহীতারা সেবা নিতে এস ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *