
নাটোরের চলনবিলে বিষাক্ত ন্যাপথলিন দিয়ে মাছ, পাখি, কাঁকড়া নিধন এবং জীববৈচিত্র্য ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার চলনবিল মহিলা ডিগ্রি কলেজের সামনে এই মানববন্ধন করে উপজেলার পাটকোল ও বালুভরা এলাকার মানুষ।
স্থানীয় মৎস্যচাষী মাসুদ করিম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সাংবাদিক কুরবান আলী, আব্দুল্লাহ আল মামুন, কৃষক রফাত আলী, সুজন আলী, কাওছার হোসেন প্রমূখ।
বক্তরা অভিযোগ করে বলেন, প্রতি বছর বিল ডেকে নেয়ার নামে পাটকোল বিলে বানার বাঁধ দিয়ে বিষ ও ন্যাপথলিন ছিটিয়ে অবাধে মাছ, পাখি ও কাঁকড়া নিধন করা হচ্ছে। এতে চলনবিলের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ সহ কার্যকরী পদক্ষেপ দাবি জানান তারা ।



