
দুর্গাপুজার মহনবমীতে সার্বজনীন দুর্গোৎসব উপলক্ষে নাটোরের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম পিপিএম। রোববার রাতে শহরের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ,সার্বিক অবস্থা পর্যবেক্ষন ও মতবিনিময় সভায় যোগ দেন তিনি। শহরের বিভিন্ন মন্দির পরিদর্শনের সময় সকলকে শারদীয় শুভেচ্ছা জানান তিনি।
পরে জেলা পুজা উদযাপন পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় ডিআইজি মোঃ আব্দুল বাতেন বলেন,বাংলাদেশ হচ্ছে অসাম্প্রদায়িক দেশ। এখানে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই। এদেশে সকল ধর্মের মানুষ নির্বিঘেœ তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করছে। তিনি সার্বিক সুন্দর ব্যবস্থাপনার জন্য সকল পুজা মন্ডপের আয়োজকদের ধন্যবাদ জানান। 



