
নাটোরের সিংড়ায় পরিবেশ কর্মীরা গাছে গাছে মাটির হাঁড়ি ঝুলিয়ে পাখিদের আবাসস্থল গড়ে দিচ্ছেন। একই সাথে তারা পাখি শিকার রোধে প্রচারণার পাশাপাশি সবুজ শ্যামল সিংড়া গড়তে বৃক্ষ রোপনও করে চলেছেন। স্থানীয় পরিবেশ কর্মীরা জানান, চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায় ঝড় ও ভারি বর্ষন সহ নানা প্রাকৃতিক দুর্যোগে পাখিদের আবাসস্থল নষ্ট হচ্ছে। একারনে স্থানীয় পরিবেশ কর্মীরা পাখিদের নিরাপদ আবাসস্থল গড়ে তুলতে গাছে গাছে মাটির হাঁড়ি টানিয়ে দিচ্ছেন। এই কর্মসুচীর অংশ হিসেবে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির পরিবেশ কর্মীরা রোববার দিনভর সিংড়া-তাড়াশ সড়কে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণের পাশাপাশি গাছে গাছে মাটির হাঁড়ি বেধে দিয়ে পাখীদের নিরাপদ আবাসস্থল গড়ে দেন। এছাড়া তারা পাখি নিধন বন্ধ সহ পাখি রক্ষায় জনসচেতনা বাড়াতে রিফলেট বিতরন করেছে।




