
নাটোর জেলা থেকে ৩৮তম বিসিএস এর সুপারিশপ্রাপ্ত বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের সর্ম্বধনা জানিয়েছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সর্ম্বধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক মো: শাহরিয়াজ পিএএ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা,জেলা সিভিল সার্জন ডা: কাজী মিজানুর রহমান,জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক সুব্রত কুমার সরকার,গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ গোলাম রাব্বী,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রহিমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে জেলার ৩৮ তম বিসিএসএর সুপারিশপ্রাপ্ত ২৩ কর্মকর্তাকে সর্ম্বধনা জানানো হয়।



