
কাজের তত্বাবধানের দায়িত্বে থাকা ব্যক্তিরা সেখানে দলীয় কার্যালয় নির্মাণ করা হচ্ছে জানালেও ইউপি চেয়ারম্যান রুবেলের দাবী, তিনি দলীয় কার্যালয় নয়, ইউনিয়ন পরিষদ মার্কেট নির্মাণ করছিলেন।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু বলেন, সরকারী জমিতে যেনো কোনো দলীয় বা ব্যক্তিগত স্থাপনা নির্মাণ না হয় সেজন্য আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। বিষয়টি আমি জানার পর ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) ও সার্ভেয়ারকে পাঠিয়েছিলাম। তারা স্থাপনা নির্মাণ বন্ধ করে দিয়েছেন।



