
আক্রান্তদের মধ্যে বড়াইগ্রামের ৫ জন, লালপুরের ৪ জন, সিংড়া ও নাটোর সদরে ২ জন করে ৪ জন।
আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবরেটরী থেকে ৫৭ জনের নমুনা পরীক্ষার ফলাফল থেকে ১৩ জনের করোনা সনাক্ত হয়।
এখন পর্যন্ত নাটোর জেলায় সুস্থ হয়েছেন মোট ১১৫ জন।
নাটোরের সিভিল সার্জন অফিস সূত্র জানায়, সিংড়া উপজেলায় আক্রান্ত একজন খাদ্য কর্মকর্তা যিনি সিংড়ায় খাদ্য বিভাগের কোয়ার্টারে বসবাস করেন।
লালপুরে আক্রান্ত ৪ জনের একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।
এছাড়া গুরুদাসপুরে ইসলামী ব্যাংকের চাচকৈর শাখার এক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, আক্রান্তদের বাড়ি লকডাউনসহ আনুষাঙ্গিক কাজ চলমান রয়েছে।



