
আজ মঙ্গলবার(১৬ই জুন) রাত সাড়ে ৯টায় রাতাল- বিয়াস সড়কের কুমগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ নুরে আলম জানান, রাতে ব্যবসায়ী বজলুর রহমান সিএনজিযোগে বগুড়ার রণবাঘার উদ্দেশ্যর যাচ্ছিলেন। কুমগ্রাম পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পুর সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি উল্টে গেলে ভেতরে থাকা অবস্থায় গুরুতর আহত হন বজলুর রহমান। হাসপাতালে নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।



