
আজ সোমবার বিকেলে শহরের কান্দিভিটুয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্ধোধন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আহমেদ সেলিম।
আহমেদ সেলিম জানান, স্বেচ্ছাসেবক লীগ কর্মীরা পুরো শহরে এক হাজার ফলজ, বনজ, ওষুধিসহ বিভিন্ন গাছের চারা রোপণ করবেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধরণ সম্পাদক সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলু, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, জেলা পরিষদ সদস্য স্বেচছাসেবক লীগ নেতা মলয় রায়, মেহেদী হোসেন শুভ, জহুরুল ইসলাম সুক্কু প্রমুখ।



