
এরই অংশ হিসেবে আজ শনিবার সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের একডালা, ছাতনী ইউনিয়নের কালিকাপুর আমহাটি, নাটোর পৌরসভার বড়গাছা, হুগোলবাড়িয়া এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয় সংসদের এই সদস্য।
রত্না আহমেদ বলেন, করোনা ভাইরাসজনিত কারণে সাময়িকভাবে কর্মহীন দরিদ্র ও দুঃস্থ মানুষদের, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় তাঁর পরিবারের অর্থায়নে প্রতিষ্ঠিত ফুড ব্যাংকের মাধ্যমে এই খাদ্য সহায়তা করছেন। তিনি সবাইকে স্বাস্থ্য বিধি মেনে ঘরে থাকার আহবান জানান।



