
করোনার কারনে লকডাউন ঘোষিত জেলাগুলো থেকে মানুষের আগমন রুখতে নাটোর জেলাকে একপ্রকার অঘোষিত লকডাউন করেছে পুলিশ। এ লক্ষ্যে নাটোর জেলার তিনটি মহাসড়কে চেকপোস্ট বসিয়ে জরুরী সেবার আওতাভুক্ত বাদে সকল যানবাহন পুশব্যাক করছে পুলিশ। এছাড়া জরুরী সেবার নামে কোনো ট্রাক, গাড়ী বা এম্বুলেন্স মানুষ পরিবহন করছে কি না, তা নিশ্চিতে কঠোরভাবে তল্লাশী চালাচ্ছে পুলিশ।
আজ শুক্রবার(১০ই এপ্রিল)দুপুর থেকে নাটোর-ঢাকা, নাটোর-পাবনা ও নাটোর-বগুড়া মহাসড়কের সীমান্ত এলাকাগুলোতে এ কার্যক্রম জোরদার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা।

বনপাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট রাশেদুল ইসলাম জানান, হাইওয়ে পুলিশের টহল টিম যানবাহনে মানুষ পরিবহনের ব্যপারে সবচেয়ে বেশি সতর্ক রয়েছে। এমন অবস্থায় সেসব মানুষবাহী যানবাহন পুশব্যাক করা হচ্ছে।
জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, জেলায় বাইরে থেকে মানুষ আসতে শুরু করেছে। করোনার সংক্রমণ রোধে আমরা জেলার মহাসড়কের পর্যায়ের সীমান্তে চেকপোস্ট দিয়েছি যাতে বাইরের কেউ ঢুকতে আর ভেতরের কেউ বের হতে না পারে। তবে সরকার ঘোষিত আওতামুক্ত জরুরী যানবাহনগুলোকে গন্তব্যস্থলে পৌছাতে আমরা সহায়তা করছি।



