
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ও ওসি (তদন্ত) নেয়ামুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন শহিদ আহমেদ (২৬), আব্দুল ওহাব (২৬), মকবুল হোসেন (৫৫), নাসিফুল ইসলাম (২৫), মোঃ হাবিব (৩৭), মনির উদ্দিন (৩৭), শাহীন ফকির (৩৮), আলআমিন (২৫) ওয়ারেন্টভূক্ত হলেন, আঃ সালাম, শাহাদত হোসেন, মোঃ রুবেল। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আসামীদের গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তাদেরকে মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, সিংড়া উপজেলা মাদকমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।



