
করোনা ভাইরাস বিস্তার রোধে নাটোরের গুরুদাসপুর উপজেলাব্যাপী জীবানু নাশক ছিটানো কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ ২৬ মার্চ বৃহস্পাতবার সকাল সাড়ে ১০ টায় গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের আমজাদ শেখ স্মৃতিগেট চত্তরে উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন ওই কার্যক্রম আনুষ্টানিকভাবে উদ্বোধন করেন।
এসময় গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী,ভাইস চেয়ারম্যান আলাল শেখ,ফায়ার ও সিভিল ডিফেন্সের সদস্য-কর্মকর্তাগন,সাংবাদিকগন নিরাপদ দুরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন জানান,অপরিচ্ছন্নতাও করোনা ভাইরাস ছড়ানোর অন্যতম কারন। উপজেলা প্রশাসন করোনা ভাইরাস সম্পর্কে সর্বসাধারনকে যেমন সচেতন করতে কাজ করছে,তেমনি শহর পরিস্কার ও জীবানুমুক্ত রাখতে জীবনু নাশক ছিটানো হচ্ছে। এ কাজে ফায়ার সার্ভিসের সদস্য ছাড়াও অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলাব্যাপী এ কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে বলে তিনি জানান। তিনি জনসাধারনকে করোনা মোকাবেলায় সরকার নির্দেশিত ঘরে অবস্থানের পরামর্শ দেন। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে এবং নিরাপদ দুরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেন।



