
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সিংড়া থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দীকী।
ওসি নুরে আলম সিদ্দীকী জানান, গতরাতে সিংড়া পৌর এলাকার গোরস্থানের পাশে একটি পরিত্যক্ত ভবনে গোপন বৈঠক করছিলো জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ। সরকার উৎখাতের ষড়যন্ত্রসহ চলমান স্বাভাবিক পরিস্থিতি বিনষ্ট করতে তারা সংগঠিত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে ওই পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ৫০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে পরে সাংবাদিকদের ব্রিফিং করা হবে।



