
আজ বুধবার(২৯শে জানুয়ারী) সকালে তিনি নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন।
আনিসের স্বজনরা জানান, হঠাৎ করেই আনিস শরীরে ব্যাথা ও জ্বর নিয়ে মঙ্গলবার দুপুরে নাটোরের একটি বেসরকারি ক্লিনিকে যান। সেখানে পরীক্ষায় তার দেহে ডেঙ্গুর জীবানু পাওয়ায়। সেখানকার চিকিৎসকের পরামর্শে বুধবার সকালে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নাটোর আধুনিক সদর হাসপাতালের কনসালটেন্ট ডা.রবিউল আওয়াল জানান, আনিসের ডেঙ্গুতে আক্রান্ত অবস্থায় এলে তাকে ভর্তি নেয়া হয়েছে। সেখানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।



