
র্যাব-৫, রাজশাহী, সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল উপজেলার গালিমপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় অস্ত্র বিক্রির উদ্দেশ্যে অপেক্ষারত জসিম উদ্দিন এর কাছ থেকে একটি বিদেশী রিভলবার ও একটি মোবাইল ফোন উদ্ধার করে র্যাব।
র্যাব আরও জানায় জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্রটি জসিম বিক্রয়ের উদ্দেশ্যে তার হেফাজতে রেখেছিল বলে জনসমক্ষে স্বীকার করে। পরে জসিমের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়।



