
সোমবার (০২রা সেপ্টেম্বর)দুপুর আড়াইটায় উপজেলার যোগীপাড়া মোড় থেকে তাদের আটক করা হয়।
বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক সাজ্জাদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যোগীপাড়া মোড়ে একটি অটোরিক্সা থেকে বস্তাবন্দী অবস্থায় ২৫০ মিলির ৩৭টি বোতলে ৯ লিটার মদসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা বাগাতিপাড়া হয়ে রাজশাহীর চারঘাট এলাকায় বিক্রির জন্য এসব মদ নিয়ে যাচ্ছিল। তারা মাদক ব্যবসায়ী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।



