
নিখোঁজের ছোট ভাই খাইরুল ইসলাম জানান, গত ২৫ আগষ্ট নিজ বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে তার ভাই আব্দুল খালেক বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি পরিবারের লোকজন। পরে গত শুক্রবার তার ভাই খাইরুল ইসলাম থানায় সাধারন ডায়েরী করেছেন। তবে আব্দুল খালেক মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন খাইরুল ইসলাম। কোন সহৃদয় ব্যক্তি আব্দুল খালেকের সন্ধান পেলে বাগাতিপাড়া থানা অথবা তার পরিবারের সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তিনি।



