
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার সকালে স্বামী মুক্তার হোসেন বাড়ির পাশে হালতিবিলে মাছ ধরার উদ্দেশ্যে জাল ফেলে রেখে জয়পুরহাটের আহসানগঞ্জ হাটে যান। দুপুরের দিকে তার স্ত্রী শাহিদা বেগম ওই জাল তুলতে পানিতে নামেন। এক পর্যায়ে গভীর পানিতে তলিয়ে যান শাহিদা। এসময় স্থানীয় লোকজন টের পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।



