
স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু জানান, গুরুদাসপুর উপজেলার বৃকাশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা লতিফা হেলেন নাজিরপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে তার মায়ের বাড়িতে অবস্থান করছিলেন। রাত ১০টার দিকে তার মা পাশের বাড়িতে গেলে দুবৃত্তরা ওই বাসায় ঢুকে তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে পাশের পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায়।বাড়ি ফিরে লতিফার মা পূরো বাড়িতে রক্ত দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এসে খোজাখুজির পর পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



