
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল আদালতের বিচারক মামনুর রশিদ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, অভিযুক্তরা গত ২ মে বাগাতিপাড়া উপজেলার নওপাড়া এলাকায় সাবিহা বেওয়ার জমিতে থাকা ১লাখ ২০হাজার টাকার ফলজ ও বনজ গাছ কেটে নেয়। এই ঘটনায় সাবিহা বেওয়া ৪মে বাগাতিপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মঙ্গলবার দুপুরে অভিযুক্তরা হাজির দিয়ে জামিন আবেদন করে। আদালত অভিযুক্তদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



