
বুধবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত দুর্বৃত্তদের সনাক্ত করা না গেলেও তারা অলোক বাগচীর পূর্ব পরিচিত বলে ধারণা করছে পুলিশ। কি কারণে এ হত্যাকান্ড তা জানাতে না পারলেও পুলিশের দাবী, পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
জানা যায়, বুধবার দুপুরে খাবারের পর বাড়িতে অবস্থান করছিলেন অলোক বাগচী। এসময় কয়েকজন লোক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে গুলির শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে গোপালপুর বাজারের অদূরে বিজয়পুর মোড় থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে। এসময় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ মনোয়ার-উজ-জামান জানান, হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কি কারণে এ হত্যাকান্ড তা খতিয়ে দেখা হচ্ছে।



