
সোমবার ভোররাতে উপজেলার লক্ষীপুর গ্রামে রিপনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫, সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার টি এম মাইনুল ইসলাম জানান, চলতি এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র সরবরাহের নামে রিপন বিভিন্ন পরীক্ষার্থীর নিকট থেকে বিকাশের মাধ্যমে টাকা আদায় করে আসছিল। এমন অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর গ্রামে রিপনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।



