
নাটোর জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বিপিএম,পিপএম-বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের একান্ত ব্যক্তিগত কর্মকর্তা মাওলানা রুহুল আমিন জাগোনাটোর ২৪ ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সার্ধশত প্রতিষ্ঠাবর্ষ উদযাপন কমিটির সভাপতি ও
জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানান, এ উপলক্ষে শনিবার দুপুরে সিংড়া থানা থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচী সমাপ্ত হবে। এতে উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম ও রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন।
এদিকে সার্ধশত প্রতিষ্ঠাবর্ষ উপলক্ষে সিংড়া থানা এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।



