
শহীদ জিয়াউর রহমান কলেজ মাঠে একুশ উদযাপন কমিটি এ কনসার্টের আয়োজন করে।
ওই অনুষ্ঠানে রাত সাড়ে নয়টায় চিত্রনায়িকা অপু বিশ্বাস মঞ্চে উঠেন। আট মিনিটের একটি গানের সাথে দলীয় নৃত্যে অংশ গ্রহন করেন। সে সময় করতালিতে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল। নাচ শেষে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে বনলতা আর রাজ-রাজাদের ঐতিহ্যে খ্যাত নাটোরের বাগাতিপাড়ার অনুষ্ঠানে যোগ দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন বগুড়ার কন্য অপু বিশ্বাস। তিনি দেশের মানুষের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চান।
অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশনের কন্ঠ শিল্পী সুরাইয়া সুলতানা, নূসরাত, বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম শেখ পিপিএম সংগীত পরিবেশন করেন এবং বিটিভির ইভান শাহরিয়ারের এর কোরিওগ্রাফিতে মনকাড়া নৃত্যানুষ্ঠান উপভোগ করেন দর্শকরা।



