
মঙ্গলবার সকালে সিংড়া কোর্টমাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্ববোধক গান ও ডিসপ্লেতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী পলক বলেন, ‘একসময় যে বাংলাদেশকে বহির্বিশ্ব বিদ্রুপের চোখে দেখত, সেই বাংলাদেশকে নিয়ে বহির্বিশ্ব আজ ঈর্ষা করে। ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার দৃষ্টান্ত হয়েছে শেখ হাসিনার সাহসী পদক্ষেপের কারণে। দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুত ও ইন্টারনেট সুবিধা পৌছে দিয়েছে শেখ হাসিনার সরকার, যোগাযোগ অবকাঠামো সমৃদ্ধ করেছে দেশের, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে দেশকে। দেশবাসীর মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বদরবারেও সুনাম অর্জন করেছে বর্তমান সরকার।’
২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ ও অত্যাধুনিক প্রযুক্তিসুবিধাসম্পন জানিয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ভবিষ্যত প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অবশ্যই জানতে হবে। এ দুইটি বিষয় না জানলে জ্ঞানার্জন পূর্ণতা পাবে না।’
অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, সিংড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীবৃন্দ।
এর আগে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সিংড়া কেন্দ্রিয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রতিমন্ত্রী।



