
উল্লেখ্য, তৃণমূল ভোটে ৪র্থ স্থান অধিকারী উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। জানা যায়, স্থানীয় সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস দলীয় সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী প্রার্থীর পক্ষে আনারসে ভোট প্রার্থনা করে আসছিলেন। কিন্তু এতে বাধ সাধে ইসি। গত ২৮ ফেব্রুয়ারী ইসি এক লিখিত নির্দেশে আচরণ বিধি লঙ্ঘণের দায়ে এমপি আব্দুল কুদ্দুসকে এলাকার ছাড়ার নির্দেশ দেন। এমপি ও তার অনুসারী স্থানীয় কিছু আ’লীগ নেতা নৌকার বিপক্ষে অবস্থান নিলেও নির্বাচন প্রচারণার শেষ সময়ে জেলা আ’লীগের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথে-প্রান্তরে ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন। আগামী ১০ মার্চ রবিবার এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সকাল-থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোপালপুর, চান্দাই, বড়াইগ্রাম, নগর ইউনিয়নের বিভিন্ন স্থানে পথ সভায় আলোচনা করেন জেলা আ’লীগের সহ-সভাপতি ও নাটোরের পৌর মেয়র উমা চৌধুরী জলি, সহ-সভাপতি এ্যাড. সিরাজুল ইসলাম পিপি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তজা আলী বাবলু ও শরীফুল ইসলাম রমজান, দপ্তর সম্পাদক বাবু দিলিপ কুমার দাস, উপ-দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম স্বপ্নিল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাসুম প্রমূখ।



