
মঙ্গলবার (১৫ জানুয়ারী) দুপুরে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাকিব আল রাব্বি এই জরিমানা করেন।
সাইদুর রহমান উপজেলার বারইহাটি গ্রামের সুটকা মন্ডলের ছেলে।
নলডাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক ( এএসআই) মোঃ আকতার হোসেন জানান, সাইদুর রহমান শরকুতিয়া বিলে প্রায় ৪৫ বিঘা কৃষি জমিতে পুকুর খনন করছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে আজ দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় জমির মালিক সাইদুর রহমানকে আটক করা হয়। একই সঙ্গে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করলে তাকে ছেড়ে দেওয়া হয়।



