
নাটোরের লালপুরে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৭ হাজার ৫২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) সকালে লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হল রুমে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ।
লালপুর উপজেলা কৃষি বিভাগ জানায়, এবছর উপলোয় ৭ হাজার ৫২০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। এর মধ্যে ৫ হাজার ৮০০ জনকে উন্নত জাতের ২০ কেজি গম বীজ, ৭০০ জনকে ১ কেজি করে সরিষা বীজ, ২০০ জনকে ১০ কেজি করে চিনাবাদাম, ৭০০জন ৫ কেজি করে মসুর বীজ, ৮০ জনকে ৮ কেজি খেসারির বীজ ও ৪০ জনকে ১ কেজি করে শীতকালীন পেয়াজের বীজ, ডিএপি ও এমওপি সার প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মাদ মামুর রশিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী জাহান, শুব্রত কুমার সরকার প্রমুখ।



