
নাটোরের বড়াইগ্রাম উপজেলার চন্ডিপুর ইয়াসমীন আক্তার নূরানী তালিমুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার থেকে হিফজ সম্পন্ন করায় মো. সালেহীন ও আব্দুল্লাহ নামের দুইজন হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে অত্র মাদ্রাসায় দোয় ও সংবর্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম ফারুক মনজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ জাহেদুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষক মজিবর রহমান, হাজী মো. ফজুল মোল্লা, হাজী মো. মজনু মোল্লা, হাজী ইউসুফ হোসেন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসার হাফেজ, কমিটির সদস্য ও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় সংবর্ধনাপ্রাপ্ত দুই হাফেজ তাদের ওস্তাদ ও পিতা-মাতা তাদের সন্তানদের জন্য জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।



