নাটোর অফিস।।
নাটোরের সিংড়ায় সরকারি গাছ কাটার অভিযোগে জামাল উদ্দিন (৩৩) নামের এক বিএনপি কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার সন্ধায় জামতলিÑবামিহাল রাস্তার এলজিইডির রাস্তার সরকারি গাছ কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।
জানা যায়, জামতলি-বামিহাল রাস্তার দুই ধারের অন্তত ১২ টি শিশু ও মেহেগুনি গাছ কেটে নিয়ে যায় উপজেলার মৌগ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে বিএনপি কর্মী জামাল উদ্দিন (৩৩)। খবর পেয়ে ছুটে যান উপজেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। গাছ কাটার সত্যতা নিশ্চিত করে জালাল উদ্দিনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করে ১২ টি গাছ জব্দ করে মুছলেখা নিয়ে ছেড়ে দেন।
ভ্রাম্যমান ম্যজিস্টেট ও উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন, ১২ টি গাছের গুড়ি জব্দ করা হয়েছে। সরকারি গাছ কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় সহ আর কোন দিন গাছ কাটবেনা মর্মে মুছলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।