নাটোর অফিস।।
নাটোরের নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান মনিরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার ( ০৯ মে) দিনগত রাত ২ টার দিকে নলডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মনির নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পৌরসভার সাবেক মেয়র মৃত শফির উদ্দিন মন্ডলের ছেলে।
নলডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক মো. মনোয়ার জাহান জানান, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামানকে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।