নাটোর অফিস।।
নাটোরের বাগাতিপাড়ায় দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারে নি পুলিশ।
শুক্রবার (৯ মে) রাত ১১ টার দিকে বাগাতিপাড়া উপজেলার পকেট খালি পুলিশ ক্যাম্প এলাকায় চেকপোষ্ট বসিয়ে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক এস এম রেজাউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে বাগাতিপাড়া মডেল থানার অন্তর্গত পকেট খালি ক্যাম্পে পুলিশের চেকপোস্ট বসিয়ে পুলিশের একটি টিম রাত্রিকালীন ডিউটি করছিলো । এসময় দুই জন আরোহীসহ একটি মোটরসাইকেল কে থামার জন্য সিগন্যাল দেয় পুলিশ। কিন্তু তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে মোটরসাইকেলসহ রাস্তায় পরে যান। এসময় তারা মোটরসাইকেল ফেলে পালানোর সময় একজনের শরীর থেকে কাপড়ে মোড়ানো দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল মাটিতে পরে যায়।
পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার ও নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেল জব্দ করে।
তিনি বলেন, গুলিসহ পিস্তলটি জব্দ করে থানা রাখা হয়েছে। পুলিশ তদন্ত করছে এবং অজ্ঞাত ওই দুই ব্যক্তিকে ধরতে পুলিশের অভিযান চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।