নাটোর অফিস।।
নাটোরে সমকালের প্রয়াত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ মে) বাদ আছর নীচাবাজার চৌধুরিবাড়ি জামে মসজিদ ও আলাইপুর দারুণ সালাম জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাতে অংশ নেন নাটোরের সিনিয়র সাংবাদিক এনটিভির স্টাফ রিপোর্টার হালিম খান, এটিএন বাংলার নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুর রাজ্জাক, এনজিও এসোসিয়েশন সাধারণ সম্পাদক শিবলি সাদিক, নাটোর কোর্টের এপিপি শাহেদ মাহমুদ, আজকের পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি নাইমুর রহমান, সমকালের লালপুর প্রতিনিধি আশিকুর রহমান টুটুল, সিংড়া প্রতিনিধি আব্দুর রশিদ, সিংড়ার সিনিয়র সাংবাদিক শারফুল হক খোকন, প্রয়াত নবীউর রহমান পিপলুর ছোটভাই কোরবান আলী, আব্দুর রহমান, নাইমুর রহমান রনি, ভাগ্নে সানিউল ইসলামসহ পরিবারের সদস্যরা।
পরে নাটোরের দিঘাপতিয়া বালিকা শিশু সদনে নবীউর রহমান পিপলু রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। তিনি জীবদ্দশায় নিজের সকল অনুষ্ঠান এতিম শিশুদের সাথে নিয়ে করেছেন।
উল্লেখ্য, ২০০৫ সালে সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের হাত ধরে সমকালে সাংবাদিকতা করেন। মৃত্যু পর্যন্ত সমকালে সাংবাদিকতা করেছেন তিনি। এছাড়াও একুশে টেলিভিশনের শুর থেকে নাটোর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন তিনি। পিপলু দীর্ঘদিন থেকে বোন ম্যারু রোগে এ আক্রান্ত ছিলেন। পরে গত ৪ মে সন্ধ্যায় ঢাকার বাড্ডায় এ এম জেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৬৯ বছর বয়সী এই সাংবাদিককে মঙ্গলবার ৬মে সকালে হাসপাতালের আইসিউকে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০ টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।