নাটোর অফিস।।
নাটোরের সিংড়ায় স্টেক হোল্ডারদের সাথে এক সমন্বয় সভা হয়েছে। “কৃষকদের জন্য প্রযুক্তি-ভিত্তিক ও টেকসই কৃষি পদ্ধতি উদ্ভাবন এবং নারী কৃষকদের জেন্ডার ভিক্তিক সহিংসতা হ্রাস প্রকল্প” বাস্তবায়নের লক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপি এই সভার আয়োজন করে লাইট হাউজ।
কসমস এর নির্বাহী প্রধান মেহনাজ পারভীন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও প্রকল্পের অর্ধশত ভলান্টিয়ারের মাঝে ট্যাব বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিংড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল লতিফ প্রমূখ। সভায় লাইট হাউজ ও সফল চাষী প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মনিরুল ইসলাম প্রকল্প কার্যক্রম ও কৃষিতে আইসিটি-এর ইমপ্যাক্ট উপস্থাপনার মাধ্যমে প্রেজেন্টেশন প্রদান করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ বলেন, জমিতে জৈব সার প্রয়োগ এবং পরিমিত মাত্রায় সার ও কীটনাশক প্রয়োগের পরিমাণ সহ সকল সহযোগিতায় কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কাজ করছে। প্রযুক্তিবান্ধব সফল চাষী প্রকল্পের সাফল্য কামনা করেন তিনি।
ইউএনও মাজহারুল ইসলাম বলেন, বোরো মৌসুমে এবছর উপজেলায় ৩৬০০ হেক্টর জমিতে ধান চাষাবাদ হয়েছে। কৃষক স্বল্প খরচে মাঠ থেকে ধান কেটে বাড়ি নিয়ে যেতে পারছেন। কৃষি প্রযুক্তি নিয়ে লাইট হাউজ এর উদ্যোগ কে তিনি স্বাগত জানান।