নাটোর অফিস।।
নাটোরের সিংড়ায় ফল খেতে গিয়ে গাছ থেকে পা পিছলে পড়ে হোসাইন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮ টায় উপজেলার শেরকোল ইউনিয়নের জোড়মল্লিকা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু জাহেরুল ইসলামের ছেলে এবং প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে শিশু হোসাইন সহপাঠিদের সাথে বাড়ি পাশের্^ খেলতে যায়। এক পর্যায়ে গাব ফল খাওয়ার জন্য গাছে উঠলে অসাবধানতা বশত পা পিছলে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর ছরিয়ে পরলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সিংড়া থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।