
এমন সময় আসবে তোমার ফিরতে হবে নীড়ে।
অনেক ভাল কাটছে জীবন বন্ধু বান্ধব মিলে।
অপেক্ষা কর আসবে সময় চমকে যাবে পিলে।
সবাই ভাবে, কাটবে সময় এমনতর সুখে।
বিধির নিয়ম মানতে হবে, কষ্ট নিয়ে বুকে।
বেলা গেলে সন্ধ্যা নামবে ফিরতে হবে নীড়ে।
ভেবে দেখো,সেই সময় কেও তোমায় দেখবে নাকো ফিরে!!



