নাটোর অফিস।।
নাটোরের লালপুরে জমিতে কীটনাশক প্রয়োগকালে মুখে মাস্ক না পড়ায় বিষক্রিয়ায় রাজন আলী (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রাজন উপজেলার হাবিবপুর গ্রামের জামিরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল রাজন তার জমিতে কীটনাশক স্প্রে করতে যায়। এ সময় সে মুখে মাক্স না বেঁধে কীটনাশক স্প্রে করার সময় বিষক্রিয়ায় সে ক্ষেতেই অচেতন হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে আজ মঙ্গলবার সকাল ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।