
মানববন্ধনে অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোজাম্মেল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভুক্তভোগী মনিরুজ্জামান, দেলবর হোসেন, রাজু আহমেদ, ভোলার হামলায় পা হারানো যুবদল নেতা টিপু সুলতান, যুবদল নেতা সোহাগ আলী বানেচ, বিএনপি নেতা শের আলী, মিলন হোসেন, মাসুদ রানা, ফারুক হোসেন, মঞ্জুয়ারা বেগম, রোজিনা আকতার, শিরিনা আকতার, বিএনপি নেতা রুস্তম আলী মন্ডল, শাহজাহান আলী, রাকিব হোসেন প্রমূখ।
ভুক্তভোগীদের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা স্বৈরাচারী সরকারের একজন শীর্ষ সন্ত্রাসী এবং বিনা ভোটের চেয়ারম্যান। বিগত সময়ে তার ও তার বাহিনীর অত্যাচার, নির্যাতনে চৌগ্রামের সাধারণ জনগণ অতিষ্ঠ ছিল। মানব বন্ধনে বত্তারা আরো বলেন, ভোলা চৌগ্রাম ইউনিয়নের সরকারী খাস অনেক জমি তার নিজ নামে ভুয়া কাগজ তৈরি করে দখল করেন। চৌগ্রাম ইউপির চেয়ারম্যান থাকা অবস্থায় পরিষদের মহিলা সদস্য দুই সন্তানের জননী তাছলিমা খাতুনকে স্বামীর সংসার থেকে তুলে নিয়ে গিয়ে বিবাহ করেন বলেও বক্তারা বলেন। দ্রæতই ভোলাসহ তার বাহিনীর গ্রেফতার ও বিচার দাবি করেন মানববন্ধন থেকে ভুক্তভ’গিরা।



