নাটোর অফিস।।
নাটোরের লালপুরে লাইসেন্স বিহীন তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এই ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করা হয়।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।
অভিযানে এজিআর ভাটাকে ৩ লাখ, এজিএম ও এজিএস ভাটাকে ১ লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, লাইসেন্স না থাকা ও ইট পোড়ানোয় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় এজিআর ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী ৩ লাখ টাকা এবং লাইসেন্স না থাকায় এজিএম ও এজিএস ইটভাটাকে ১ লাখ টাকা করে মোট ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।
ইউএনও আরো বলেন, এসব ইটভাটার বিরুদ্ধে নিষিদ্ধ জ্বালানি কাঠ ব্যবহারের অভিযোগও রয়েছে। উপজেলা ব্যাপী গড়ে ওঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় সেনাবাহিনী ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন ।