
মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ)কে ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা মন্ত্রী নিতেশ রান অবমাননা করার প্রতিবাদে নাটোরশহর সহ বিভিন্ন স্থানে মুসল্লিরা বিক্ষোভ সমাবেশ করে। আজ শুক্রবার জুম্মা নামাজ শেষে নাটোর কেন্দ্রিয় জামে মসজিদ চত্বর থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপুনূ এলাকা ঘুরে পুনরায় কেন্দ্রিয় জামে মসজিদ চত্বরে ফিরে আসে। এসময় মুসল্লিরা নারায়ে তাকবীর, ‘আল্লাহু আকবর’ ‘বিশ্ব নবীর অপমান সইবেনারে মুসলমান, ‘বিশ্ব নবীর দুশনমনেরা হুশিয়ার সাবধান’ ‘আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা’ ‘মোদির দালালেরা হুঁশিয়ার সাবধান’ বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করেন। পরে কেন্দ্রিয় মসজিদ চত্বরে আয়োজিত সামাবেশে বিভিন্ন বক্তৃতা করেন।




