
সাবেক এসব ফুটবলাররা শেখ হাসিনার সরকারের সময় খেলাধুলা সহ দেশের সার্বিক উন্নয়নে চিত্র তুলে ধরে ভোটারদের কাছে ভোট প্রদানের আহ্বান জানান। প্রাক্তন খেলোয়াররা উন্নয়ন যাত্রা অব্যাহত রাখার জন্য আবারও নৌকা প্রতীকে ভোট চান।
সাবেক জাতীয় ফুটবলার সোহেল রেজার নেতৃত্বে প্রাক্তন এসব ফুটবলারদের মধ্যে ছিলেন আল মামুন, শান্ত,মন্টু,নবীউল ইসলাম সেন্টু, বাবু, বরুন সরকার ,বাবুল আক্তার,অশোক কুমার,নিতাই রায় প্রমুখ।
প্রাক্তন ফুটবলারদের এই নির্বাচনী গণসংযোগ ব্যাপক সাড়া ফেলে। সাবেক ফুটবলারদের সাথে বর্তমান প্রজম্মের খেলোয়ারসহ সাধারন ভোটাররাও নৌকা প্রতীকের প্রচারনায় অংশ নেন।



