
দেশ ও জাতির অগ্রগতি এবং মুসলীম উম্মার শান্তি সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে নাটোরে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭ টায় নাটোর কেন্দ্রিয় ঈদগাহ মাঠে প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান ও প্রথম জামাতে ইমামতি করেন আলাইপুর মারকাজ জামে মসজিদের ইমাম মাওলানা মফিজুর রহমান। প্রচলিত রীতি অনুযায়ী নামাযের পূর্বে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাটোর সদর আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল, ঈদগাহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসকের মোঃ আবু নাছের ভুঁঞা,নাটোর পৌরসভার প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুম প্রমুখ। সকাল পোণে ৮টায় একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন কান্দিভিটা জামে মসজিদের ইমাম মওলানা গোলাম মোস্তফা।
কেন্দ্রিয় ঈদগাহ মাঠ ছাড়া শহরের কেন্দ্রিয় জামে মসজিদ মাঠে সকাল সোয়া ৭টায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। প্রধান জামাতের সময়ের সঙ্গে সংগতি রেখে জেলার অন্যান্য ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ আদায় শেষে মুসল্লিরা একে অপরের সাথে আলিঙ্গন করেন।
এদিকে ঈদের জামাত নির্বিঘেœ সম্পন্ন করা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে নিয়ে পুলিশ সহ আইন শৃংখলা বাহিনী তাদের দায়িত্ব পালন করেন।



