
‘জনতার ঐক্য দানববের দম্ভ ভাঙবেই’-এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে অনুষ্ঠিত হয়েছে উদীচী শিল্প গোষ্ঠির প্রথম জেলা সম্মেলন। শনিবার সকালে নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইবেরী মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সকালে ইউিনক প্রেস ক্লাবের সামনে থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি চত্বরে যায়। সেখানে জাতীয় পতাকা উত্তােলন সহজাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বুলবুল আহমেদের সভাপতিত্বে 



